এই পথের বলো শেষ কোথায়
বলবে কি আমায়…
ওওও পাশা পাশি এ ছুটে চলা
মুখে নেই ভাষা।।
আহা একি ছোঁয়া নিশি দিন
শীহরনে কাটে বেলা।।(২)
সময় ফুরিয়ে যায়,স্মৃতি টুকুই থাকে
আবেগী সেই মাখা মাখি
বারে বারে পিছু ডাকে।।
আহা একি ছোঁয়া নিশি দিন
শীহরনে কাটে বেলা।।(২)
আর কখনো পাবো কি তোমায়
দিন কাটে আশায়,
ওওও কাছা কাছি.. কি ছুটে চলা
মনে জাগে আশা।।
আহা একি ছোঁয়া নিশি দিন
শীহরনে কাটে বেলা।।(২)
baby i love you… baby i miss you
baby i love you… baby i miss you..
ওওও…