ভালোবাসা যায় সকলকে
বিশ্বাস করা যায় না
ভালোবাসা যায় সকলকে
বিশ্বাস করা যায় না
মনের মতো মনের মানুষ
সকলে পায়না
মনের মতো মনের মানুষ
সকলে পায়না
সূর্যের আলোয় ঝিলমিল করে পথের বালুকণা
তাই বলে কি পথের বালু হয় কখনো সোনা
সূর্যের আলোয় ঝিলমিল করে পথের বালুকণা
তাই বলে কি পথের বালু হয় কখনো সোনা
স্বর্ণের দামে পথের বালু
কেউ তো কিনে নেয় না
স্বর্ণের দামে পথের বালু
কেউ তো কিনে নেয় না
মনের মতো মনের মানুষ
সকলে পায়না
মনের মতো মনের মানুষ
ফুলদানিতে রং মাখানো
সাজানো কাগজের ফুল
মধু খাওয়ার আশা করলে
হবে তোমার মস্ত ভুল
ফুলদানিতে রং মাখানো
সাজানো কাগজের ফুল
মধু খাওয়ার আশা করলে
হবে তোমার মস্ত ভুল
সেই ফুলেতে প্রেমের সুভাস
সেই ফুলেতে প্রেমের সুভাস
বিকশিত হয়না
মনের মতো মনের মানুষ
সকলে পায়না
মনের মতো মনের মানুষ
সকলে পায়না
গায়ের জোরে প্রেম চলেনা
প্রেম করতে হয় মন দিয়া
হাত বান্দিবি পাও বান্দিবি
মন বান্দিবি কি দিয়া
গায়ের জোরে প্রেম চলেনা
প্রেম করতে হয় মন দিয়া
হাত বান্দিবি পাও বান্দিবি
মন বান্দিবি কি দিয়া
বাচ্চু বলে মন ভাঙ্গিলে
আর তো জোরা লয়না
বাচ্চু বলে মন ভাঙ্গিলে
আর তো জোরা লয়না
মনের মতো মনের মানুষ
সকলে পায়না
মনের মতো মনের মানুষ
সকলে পায়না
ভালবাসা যায় সকলকে
বিশ্বাস করা যায় না
ভালবাসা যায় সকলকে
বিশ্বাস করা যায় না
মনের মতো মনের মানুষ
সকলে পায়না
মনের মতো মনের মানুষ
সকলে পায়না