বলবো না গো,আর কোনদিন,
ভালোবাসো তুমি মোরে,
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে
বলেছিলে গো ভালোবাসি গো,
আজ কেন গো এমন ও হলো,
বলেছিলে গো ভালোবাসি গো,
আজ কেন গো এমন ও হলো,
এমন ও হলো,
এমন ও হলো,
বলবো না গো আর কোনদিন,
ভালোবাসো তুমি মোর,
ভালোবাসা কভু নয় অপরাধ,
তাই নিয়ে গো কেন প্রতিবাদ,
ভালোবাসা কভু নয় অপরাধ
তাই নিয়ে গো কেন প্রতিবাদ
কেন প্রতিবাদ
কেন প্রতিবাদ
বলবো না গো আর কোনদিন
ভালোবাসো তুমি মোরে